
কল্যাণী, ১৭ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার বিরুদ্ধে অসমের প্রথম ইনিংস ২০০ রানেই সমাপ্ত। এর মধ্যেই তাদের উল্লেখযোগ্য - স্বরূপম পুরকায়স্থ - ৬২ রান, অধিনায়ক ঘাদিগাঁওকর - ৫৩ রান। সোমবার এর জবাবে বাংলা দল - ১/৮১ মধ্যাহ্নভোজের আগে সংগ্রহ করে। প্রথম ইনিংসের খেলায় দ্বিতীয় দিনে প্রথম দফায় একটি মাত্র উইকেট পতন। সুদীপ কুমার ঘরামি এদিন মাত্র ২ রানে আউট হয়ে ফিরেছে প্যাভিলিয়নে। ওপেনার জুটিতেই প্রথম ভাঙন। ১/৫১ রান (১৭ ওভারে) বাংলার দলগত স্কোর। এরপর খেলা এগোতে থাকে - ১/৮১ রান (২৩ ওভারে) এর পরিপ্রেক্ষিতেই বাংলার ক্রিজে রয়েছে - অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ - ৩৫ রান (৫৭ বল) ও সাকির হাবিব গান্ধী - ৪২ রান (৭১ বল), দুজনেই অপরাজিত। তখনও পর্যন্ত বাংলা দল ১১৯ রানে পিছিয়ে থাকে। এরপর মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত