রঞ্জি ট্রফি ক্রিকেটে অসমের বিরুদ্ধেই বাংলার প্রথম ইনিংসে ৪/২৬৭ রান
কল্যাণী, ১৭ নভেম্বর (হি. স.) : বাংলার তিন ব্যাটসম্যানের পরপর অর্ধ শতরানের ইনিংস উপহার। অভিমন্যু ঈশ্বরণ, সাকির হাবিব গান্ধী ও শাহবাজ আহমেদ এর অর্ধশতরান। এর সুবাদে রঞ্জি ট্রফি ক্রিকেটে দ্বিতীয় দিনের খেলায় বাংলা দলের প্রথম ইনিংসে ৪/২৬৭ রান। এই মুহূর
রঞ্জি ট্রফি ক্রিকেটে একনজরে বাংলা ও অসমের খেলা


কল্যাণী, ১৭ নভেম্বর (হি. স.) : বাংলার তিন ব্যাটসম্যানের পরপর অর্ধ শতরানের ইনিংস উপহার। অভিমন্যু ঈশ্বরণ, সাকির হাবিব গান্ধী ও শাহবাজ আহমেদ এর অর্ধশতরান। এর সুবাদে রঞ্জি ট্রফি ক্রিকেটে দ্বিতীয় দিনের খেলায় বাংলা দলের প্রথম ইনিংসে ৪/২৬৭ রান। এই মুহূর্তে ৬৭ রানে এগিয়ে রয়েছে। কাজেই রঞ্জি ট্রফি ক্রিকেটের পঞ্চম রাউন্ডে বাংলা দল অসমের বিরুদ্ধে জয়ের দিকেই তাকিয়ে রয়েছে।

কল্যাণীতে অসমের বিরুদ্ধে বরং আ্যডভান্টেজ বাংলা। দ্বিতীয় দিনের শেষে বাংলার হাতে রয়েছে ৬ উইকেট।

প্রথম ইনিংসে লিড পেতে ইতিমধ্যে ৩ পয়েন্টও সুনিশ্চিত বাংলার। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে জয় ছিনিয়ে নেওয়া সরাসরি লক্ষ্য ও চলতি রঞ্জি ট্রফিতে অপরাজেয় বাংলা।

একনজরে - অসমের ২০০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৬৭ ওভারে ৪ উইকেটে ২৬৭ রান। শাহবাজ আহমেদ ৬১ রানে অপরাজিত তাঁর সঙ্গে ক্রিজে রয়েছে সুমন্ত গুপ্ত - ২৫ রান।

বাংলার প্রথম উইকেট পতন দলগত ৭ রানে। সুদীপ কুমার ঘরামি ১২ বলে ২ রান করে আউট। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১২২ রান যোগ করে অভিমন্যু ঈশ্বরন ও সাকির হাবিব গান্ধী। ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে ৫৮ রান করেছে সাকির। আম্পায়ারের 'বিতর্কিত' সিদ্ধান্তে কট বিহাইন্ড হয়েছে। অভিমন্যু ১১১ বলে ৬৬ রান করে । অনুষ্টুপ মজুমদার ৬৯ বলে ৪৩ রান করে। অসমের বোলার আকাশ সেনগুপ্ত ২টি ও মুক্তার হোসেন ১টি উইকেট দখল করে।

এদিন স্কোরবোর্ডে ৩.২ ওভারে ৬ রান ওঠার ফাঁকে বাকি দুই উইকেট হারায় অসম। অধিনায়ক সুমিত ঘাডিগাঁওকর ১৬৫ বলে ৫৩ রান করে মহম্মদ শামির শিকার হতেই অসমের ইনিংসে যবনিকা নামে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande