মদিনার কাছে বাস দুর্ঘটনা, কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যুর আশঙ্কা
রিয়াধ, ১৭ নভেম্বর (হি.স.): সৌদি আরবের মদিনার কাছে ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে বাসের ধাক্কায় আগুন লেগে বহু তীর্থযাত্রী পুড়ে মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের অধিকাংশই ভারতের নাগরিক এবং তাঁদের মধ্যে বেশ কয়েক জন হায়দরাবাদে
মদিনার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা, কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যুর আশঙ্কা


রিয়াধ, ১৭ নভেম্বর (হি.স.): সৌদি আরবের মদিনার কাছে ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে বাসের ধাক্কায় আগুন লেগে বহু তীর্থযাত্রী পুড়ে মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের অধিকাংশই ভারতের নাগরিক এবং তাঁদের মধ্যে বেশ কয়েক জন হায়দরাবাদের বাসিন্দা। অন্তত ৪২ জন ভারতের নাগরিক বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, মক্কা থেকে মদিনা যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪২ জনের। মৃতদের মধ্যে একাধিক মহিলা ও শিশু রয়েছে। এখনও অবধি যা খবর, ২০ জন মহিলা, ১১ জন শিশু–সহ কমপক্ষে ৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, মক্কা থেকে ধর্মীয় আচার সেরে মদিনার দিকে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। যখন সেই দুর্ঘটনা ঘটে, বেশির ভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, রিয়াধে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নয়াদিল্লি যাতে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেয়, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সেই অনুরোধ করেছেন। তেলেঙ্গানার মুখ্যসচিব দিল্লিতে কর্মরত তেলেঙ্গানার রেডিন্সিয়াল কমিশনারকে নির্দেশ দিয়েছেন দুর্ঘটনার বিষয় বিস্তারিত জানতে ৷ মৃতদের মধ্যে কতজন হায়দরাবাদের বাসিন্দা তা জানতেও বলা হয়েছে ৷ পাশপাশি তেলেঙ্গানার সচিবালয় এর তরফে একটি কন্ট্রোল রুমও তৈরি করা হয়েছে ৷

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande