লালা লাজপত রায়ের প্রয়াণদিবসে শ্রদ্ধা অমিত শাহর
নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): “পঞ্জাব কেশরী লালা লাজপত রায় তাঁর বিপ্লবী ধারণা দিয়ে ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে গতি দিয়েছিলেন।” সোমবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “লালা লাজপত
লালা লাজপত রায়ের প্রয়াণদিবসে শ্রদ্ধা অমিত শাহর


নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): “পঞ্জাব কেশরী লালা লাজপত রায় তাঁর বিপ্লবী ধারণা দিয়ে ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে গতি দিয়েছিলেন।” সোমবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “লালা লাজপত রায় দরিদ্র, কৃষক এবং যুবকদের সংগঠিত করেছিলেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের জন্য তাঁদের অনুপ্রাণিত করেছিলেন।

ব্রিটিশদের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আত্মত্যাগ খণ্ডিত স্বাধীনতা সংগ্রামকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার এক মহান শিখায় রূপান্তরিত করেছিল। লালা লাজপত রায়ের আত্মনিবেদন দিবসে আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande