কৃষি ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড : শিবরাজ সিং চৌহান
মুম্বই, ১৭ নভেম্বর (হি.স.): কৃষি ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সোমবার মুম্বইয়ে এশিয়ান বীজ কংগ্রেস ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, কৃষি ভারতীয় অর্থ
শিবরাজ সিং চৌহান


মুম্বই, ১৭ নভেম্বর (হি.স.): কৃষি ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সোমবার মুম্বইয়ে এশিয়ান বীজ কংগ্রেস ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, কৃষি ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড, আমাদের জনসংখ্যার একটি বড় অংশ এখনও কৃষির উপর নির্ভরশীল।

শিবরাজ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, গত ১১ বছরে খাদ্যশস্য উৎপাদন ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমরা দেশকে কেবল খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণই করিনি, বরং আমরা অনেক পণ্য রফতানিও করছি। শিবরাজ আরও বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের গড় উৎপাদন অনেক ফসলে খুবই কম। গবেষণা ও উন্নয়নের উপর ব্যয় বাড়ানো উচিত। আমরা বীজের সন্ধানযোগ্যতার জন্য একটি সাথী (বীজ শনাক্তকরণ, প্রমাণীকরণ এবং হোলিস্টিক ইনভেন্টরি) পোর্টাল তৈরি করেছি। আমি সমস্ত কোম্পানিকে এই পোর্টালে ১০০% অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande