
চেন্নাই, ১৭ নভেম্বর (হি.স.): এসআইআর-এরবিরোধিতা করলেন তামিলনাড়ুর মন্ত্রী ই ভি ভেলু। সোমবার তিনি বলেন, বর্তমানে এসআইআর-এর প্রয়োজন নেই। আমরা এর তীব্র নিন্দা জানাই। একদিকে তারা বলে যে মার্চ মাসে নির্বাচন, নভেম্বর ও ডিসেম্বরে বর্ষাকাল এবং জানুয়ারিতে পোঙ্গল উৎসব। এমন পরিস্থিতিতে আমরা কীভাবে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ করতে পারি? এসআইআর না থাকা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য এখন এটি করা নয়। একদিকে, যদিও আমরা সুপ্রিম কোর্টে গিয়ে কঠোর লড়াই করেছি, বিহারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অতএব, আমরা জোট দলগুলির সঙ্গে কাজ করছি যাতে তামিলনাড়ুর ভোটাররা এই সংশোধনে প্রতারিত না হন এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। তারা বলছে যে ডিএমকে ভোটকেন্দ্র দখল করছে, যা ভুল। আমরা কেবল আমাদের নিজস্ব কারণে এর নিন্দা জানাই। তাড়াহুড়ো করে এসআইআর বিতরণ করে সকল ভোটার এতে নিবন্ধন করতে পারবেন কিনা তা নিয়ে সকলের মনে প্রশ্ন চিহ্ন রয়েছে। অতএব, আমরা এসআইআর-এর নিন্দা জানাই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা