ফের একই দায়িত্বে, বিহারের বিরোধী দলনেতা হলেন তেজস্বী যাদব
পাটনা, ১৭ নভেম্বর (হি.স.): ফের একই দায়িত্বে তেজস্বী যাদব। বিহারের রাঘোপুরের আরজেডি বিধায়ক তেজস্বী যাদব সোমবার বিহার বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। বিহারে এবার এনডিএ-র সামনে টিকতে পারেনি মহাজোট। খুবই খারাপ ফল করেছে আরজেডি। ভোটে কেন এত খ
তেজস্বী যাদব


পাটনা, ১৭ নভেম্বর (হি.স.): ফের একই দায়িত্বে তেজস্বী যাদব। বিহারের রাঘোপুরের আরজেডি বিধায়ক তেজস্বী যাদব সোমবার বিহার বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। বিহারে এবার এনডিএ-র সামনে টিকতে পারেনি মহাজোট। খুবই খারাপ ফল করেছে আরজেডি। ভোটে কেন এত খারাপ ফল হয়েছে, তা নিয়ে সোমবার আরজেডি পর্যালোচনা বৈঠকে বসে। আরজেডি-র এই বৈঠকেই রাঘোপুরের বিধায়ক তেজস্বী যাদব বিহার বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন।

আরজেডি নেতা জগদানন্দ সিং বলেছেন, তেজস্বী বিধানসভার দলনেতা নির্বাচিত হয়েছেন। তিনি বিধানসভায় দলের নেতা হবেন। এই মেশিনগুলির (ইভিএম) অপব্যবহার করা হয়েছে। পাটনায় আরজেডির বৈঠকের পর দলীয় নেতা শক্তি সিং যাদব বলেছেন, এই জনাদেশ এসেছে যন্ত্রপাতি ব্যবস্থাপনার মাধ্যমে। বিশ্বের কোনও রাজনৈতিক দলের পক্ষে ৯০ শতাংশ স্ট্রাইক রেট সম্ভব নয়। আজকের সভায়, সমস্ত দলের নেতারা তেজস্বী জিকে বিধানসভার দলনেতা নির্বাচিত করেছেন। পর্যালোচনা সভায়, দলের প্রধান, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী জি, জগদানন্দ সিং এবং উদয় নারায়ণ সিং জি সহ প্রবীণ নেতারা জনাদেশ সম্পর্কে নিজেদের মতামত প্রকাশ করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande