
রাঁচি, ১৭ নভেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ২৩ একদিনের ট্রফিত জিতল বাংলা দল। এদিন খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৬২ রানে উত্তরাখন্ডকে হারিয়েছে। উত্তরাখণ্ডের বিরুদ্ধেই রানের পাহাড়ে বাংলা দল। অনূর্ধ্ব - ২৩ স্টেট এ ট্রফি এলিটের ওয়ান ডে ম্যাচে উত্তরাখণ্ডকে ৬২ রানে হারাল বাংলা। রাঁচির জেএসসিএ ওভাল মাঠে টস জিতে ব্যাট করতে নেমে বাংলা ৫০ ওভারে ৯ উইকেটে ৩৯২ রান তোলে। একনজরে - আনাস ৭৫ বলে ৭৪ রান, প্রয়াস রায় বর্মণ ৫২ বলে ৭০ রান, উইকেটকিপার সুমিত নাগ ২৭ বলে ৫৪ রান, অধিনায়ক শশাঙ্ক সিং ২৮ বলে অপরাজিত ৫০ রান করে। এদিকে, ডি পি সিং - ৩টি উইকেট, হর্ষ রানার ঝুলিতে ওঠে ২টি উইকেট।
এর জবাবে খেলতে নেমে উত্তরাখণ্ড ৪৭.৩ ওভারে ৩৩০ রানে সকলেই আউট হয়েছে। অধিনায়ক হর্ষ রানা ৭০ বলে সর্বাধিক - ৯৭ করে। সৈয়দ ইরফান আফতাব ৮.৩ ওভারে ৬৭ রান দিয়ে ৪ টি উইকেট নেয়। ইরশাদ আলম ১০ ওভারে ৪৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করে। দিলশাদ খান ও প্রয়াস রায় বর্মণ ১টি করে উইকেট পায়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত