ফের বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশই, জানিয়ে দিলেন উপেন্দ্র
পাটনা, ১৭ নভেম্বর (হি.স.): নীতীশ কুমারই পুনরায় হতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র কুশওয়াহা। সোমবার তিনি পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা চূড়ান্ত, নীতীশ কুমার আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
উপেন্দ্র কুশওয়াহা


পাটনা, ১৭ নভেম্বর (হি.স.): নীতীশ কুমারই পুনরায় হতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র কুশওয়াহা। সোমবার তিনি পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা চূড়ান্ত, নীতীশ কুমার আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ভোট চুরির বিষয়ে অখিলেশ যাদবের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, যাদের কথা তাঁরা বলছেন তাঁরা কিছুই বলছেন না, যদি চুরি হতো, তাহলে মানুষ কথা বলত। এই লোকদের বোঝা উচিত যে এটি একটি অর্থহীন বিষয়। যদি তাঁরা এই ধরণের বিষয়টিকে উত্থাপন করতে থাকে, তাহলে এটাই তাদের ধ্বংসের মুখোমুখি হবে। যদি তাঁরা এখনও নিজেদের জ্ঞানে না থাকে, তাহলে তাদের ঈশ্বরই তাদের প্রভু।

আরজেডি নেত্রী রোহিণী আচার্যের রাজনীতি ছেড়ে দেওয়ার এবং পরিবারকে ত্যাগ করার সিদ্ধান্ত সম্পর্কে রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র কুশওয়াহা বলেন, এটি তাদের পরিবারের অভ্যন্তরীণ বিষয়। আমি এ বিষয়ে কী মন্তব্য করব? কিন্তু তাদের বাড়িতে যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য তারাই দায়ী। জনগণ এই সব দেখছে। যারা পারিবারিক পরিস্থিতি সামলাতে পারছে না, তারা কীভাবে বিহারের জনগণের সেবা করবে? এটিই তাদের প্রত্যাখ্যান করার একটি প্রধান কারণ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande