
নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): পাকিস্তান যদি একটি সুযোগ দেয়, তাহলে আমরা ওদের শিক্ষা দিয়ে দেব যে কীভাবে একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হয়। 'অপারেশন সিঁদুর' নিয়ে কথা বলার সময় ফের হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এও বলেন, অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার ছিল...’। সোমবার এই ভাষাতেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনার প্রধান উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তান এখনও জঙ্গি পাঠিয়ে নাশকতা ঘটাচ্ছে বলে অভিযোগ সেনাপ্রধানের।
সোমবার একটি অনুষ্ঠানে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়ে সেনাপ্রধান বলেন, যখন কোনও দেশে রাষ্ট্র-পোষিত সন্ত্রাসকে উৎসাহ দেওয়া হয়, সেটা ভারতের কাছে উদ্বেগের বিষয় হয়ে ওঠে। ভারত উন্নতির কথা বলে। যদি কেউ আমাদের পথে বাধা সৃষ্টি করে, তাহলে আমাদের তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে হবে। যখন আমরা নতুন স্বাভাবিক পরিস্থিতির কথা বলি, তখন আমরা বলে থাকি যে আলোচনা এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। আমরা শুধু একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া গ্রহণ করতে বলছি, যার সঙ্গে আমরা সহযোগিতা করব। ততক্ষণ পর্যন্ত, আমরা জঙ্গি এবং তাদের পৃষ্ঠপোষকদের সঙ্গে একই রকম আচরণ করে যাব। যারা জঙ্গিদের উৎসাহিত করে, আমরা তাদের জবাব দেব। আজ ভারত এতটাই সফল যে, কোনও ব্ল্যাকমেলেই ভীত নয়।
ভারত-চীন সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সেনাপ্রধান বলেন, ভারত ও চিনের মধ্যে সংঘর্ষ ও সম্পর্কে শৈত্য পেরিয়ে গিয়েছে। ২০২৪ সালের অক্টোবরের পর থেকে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন যে আধুনিক যুদ্ধের জন্য দীর্ঘমেয়াদী এবং বহু-ক্ষেত্রীয় যুদ্ধ পরিকল্পনা প্রয়োজন। আজকের যুদ্ধগুলি বহু-ক্ষেত্রীয়। আমরা ভবিষ্যদ্বাণী করতে পারি না যে এটি কতক্ষণ স্থায়ী হবে। আমাদের অবশ্যই দীর্ঘস্থায়ী সরবরাহ নিশ্চিত করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ