মহিলা কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন হল ঢাকায়, সোমবার উদ্বোধন
ঢাকা, ১৭ নভেম্বর (হি.স.) : রবিবার দ্বিতীয় মহিলা কবাডি বিশ্বকাপের অফিসিয়াল ট্রফি উন্মোচন করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ট্রফি উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহিলা কাবাডি টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হল। বাংলাদেশ প্রথম
মহিলা কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন হল ঢাকায়,আজ উদ্বোধন


ঢাকা, ১৭ নভেম্বর (হি.স.) : রবিবার দ্বিতীয় মহিলা কবাডি বিশ্বকাপের অফিসিয়াল ট্রফি উন্মোচন করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহিলা কাবাডি টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হল।

বাংলাদেশ প্রথমবারের মতো মহিলা কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে। টুর্নামেন্টটি ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এ বছরের মহিলা কাবাডি বিশ্বকাপে বিশ্বব্যাপী ক্রীড়ানুরাগীরা একত্রিত হচ্ছেন এবং শীর্ষ জাতীয় দলগুলো আট দিনের তীব্র প্রতিযোগিতা ছাড়াও সংস্কৃতি বিনিময়ের সুযোগ পাচ্ছে।

মহিলা কাবাডি বিশ্বকাপের এবারের আসরে অংশ নিচ্ছে— স্বাগতিক বাংলাদেশ, চীনা তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande