বাসে অগ্নিসংযোগ ঢাকায়, হতাহতের খবর নেই
ঢাকা, ১৭ নভেম্বর (হি.স.): মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণাকে ঘিরে অশান্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। এর প্রতিবাদে ''কম
বাসে অগ্নিসংযোগ ঢাকায়, হতাহতের খবর নেই


ঢাকা, ১৭ নভেম্বর (হি.স.): মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণাকে ঘিরে অশান্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। এর প্রতিবাদে 'কমপ্লিট লকডাউন' কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

এমন পটভূমিতে রবিবার রাতে রাজধানী ঢাকা–সহ বিভিন্ন জায়গায় বাস ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরানো এবং মশাল মিছিলের খবর পাওয়া গেছে। সরকারের একজন উপদেষ্টার বাসভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। রাজধানী ঢাকার সেন্ট্রাল রোডে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে সেখানে ধোঁয়া উঠতে থাকে। ওই সময় উপদেষ্টা বাসভবনে ছিলেন বলে জানা গেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ও সোমবার সকালের মধ্যে ঢাকার মহম্মদপুর, সাভার, নারায়ণগঞ্জ, ধামরাই এলাকায় আগুন লাগানো হয়েছে বেশ কয়েকটি বাস এবং ট্রাকে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঢাকার কয়েকটি এলাকা থেকে হাতবোমা বিস্ফোরণের খবরও এসেছে। তবে সোমবার সকালে পুলিশ জানাচ্ছে, এখনও পর্যন্ত কোনও ঘটনাতেই মৃত্যুর কোনও খবর নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande