
আরাবল্লি, ১৮ নভেম্বর (হি.স.): গুজরাটের আরাবল্লিতে অ্যাম্বুলেন্সে আগুন লেগে মৃত্যু হয়েছে ৪ জনের। রানসাইয়াদের কাছে মোদাসায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, আহমেদাবাদের অরেঞ্জ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে গভীর রাতে আগুন লেগে যায়, সন্দেহ করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই আগুন। এতে চারজন দগ্ধ হয়ে মারা গেছেন, অন্যরা আহত হয়ে হাসপাতালে ভর্তি। মোদাসা দমকল বিভাগ পরে আগুন নেভায় এবং পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে।
আরাবল্লির ডেপুটি এসপি আরডি দাভী বলেন, গত রাতে মোদাসার কাছে রানসাইয়াদ সার্কেলে একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়, যার ফলে ভেতরে থাকা ৪ জন মারা যায়। চালকের পাশে বসে থাকা ৩ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। একটি এফএসএল (ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি) টিম আগুন লাগার কারণ তদন্ত করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা