
ঢাকা , ১৮ নভেম্বর(হি.স.): মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে ভারত বাংলাদেশের মুখোমুখি হবে । ১৪ অক্টোবর গোয়ায় ভারতের অভিযান শেষ হয়, যখন তাঁরা সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের লিড নেওয়ার পরেও ভারত হেরে যায় ২-১ গোলে। এই পরাজয়ের ফলে ব্লু টাইগার্সের চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট রয়েছে। ভারত যদি তাঁদের বাকি ম্যাচগুলো জিততেও পারে, তারা মাত্র আট পয়েন্টে পৌঁছাতে পারবে, যা সিঙ্গাপুর এবং হংকং ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে এবং ভারতকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশেরও দুটি পয়েন্ট আছে। এখন দুই দলের লক্ষ্য থাকবে গ্রুপে শক্তিশালী স্থান অর্জন এবং ফিফা র্যাঙ্কিং পয়েন্ট অর্জন। মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টা, ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে। ম্যাচটি কোনও সরাসরি সম্প্রচার করা হবে না। এটি হবে দুই দলের মধ্যে ৩০ তম সাক্ষাৎকার। ভারত ১৪-৪ ব্যবধানে এগিয়ে আছে। ২০০৩ সালের সাফ গোল্ড কাপের পর থেকে ২২ বছরের মধ্যে এটি বাংলাদেশের মাটিতে ভারতের প্রথম ম্যাচ হবে, যেখানে স্বাগতিকরা ২-১ গোলে জয়লাভ করেছিল। আমরা এখানে আসতে পেরে খুশি। বাংলাদেশ ভালো দল, এবং এটি একটি ভালো ম্যাচ হবে, খেলার প্রাক্কালে ভারতের কোচ জামিল বলেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি