এনবিকে ১১১-এ নয়নতারার প্রথম লুক প্রকাশিত
মুম্বই, ১৮ নভেম্বর (হি. স.) : দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী নয়নতারা তাঁর বহুল প্রতীক্ষিত ছবি এনবিকে ১১১ নিয়ে চর্চায় আছেন। তাঁর ৪১তম জন্মদিন উপলক্ষে, ছবির নির্মাতারা ১৮ নভেম্বর মঙ্গলবার তাঁর প্রথম লুক প্রকাশ করেছেন। যা সামাজিক মাধ্যমে আলোড়ন স
অভিনেত্রী এনবিকে ১১১-এ চরিত্রের প্রথম লুক প্রকাশিত


মুম্বই, ১৮ নভেম্বর (হি. স.) : দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী নয়নতারা তাঁর বহুল প্রতীক্ষিত ছবি এনবিকে ১১১ নিয়ে চর্চায় আছেন। তাঁর ৪১তম জন্মদিন উপলক্ষে, ছবির নির্মাতারা ১৮ নভেম্বর মঙ্গলবার তাঁর প্রথম লুক প্রকাশ করেছেন। যা সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঐতিহাসিক ছবিতে নয়নতারা একজন রানীর চরিত্রে অভিনয় করেছেন । তাঁর রাজকীয় স্টাইল ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তুলেছে। নন্দমুরি বালকৃষ্ণ গোপীচাঁদ মালিনেনি পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন নয়নতারা।

এনবিকে ১১১ টিম নয়নতারাকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। নয়নতারার প্রথম লুক প্রকাশ করে প্রযোজকরা লিখেছেন, সমুদ্রের শান্ততা এবং ঝড়ের উত্তাল পরিস্থিতি ঘিরে, রানী নয়নতারা এনবিকে ১১১-এর রাজ্যে প্রবেশ করছেন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা। নন্দমুরি বালকৃষ্ণের জন্মদিনে এনবিকে ১১১ ঘোষণা করা হয়েছিল। মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande