
মালদা, ১৮ নভেম্বর ( হি. স.) : দীর্ঘদিনের দাবির পর দীপাবলির আগে আশা কর্মীদের কর্মসূত্রে ব্যবহারের জন্য প্রতি জনকে ১০ হাজার টাকা বরাদ্দ করে মোবাইল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে সেই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞা জারি করায় ক্ষুব্ধ আশা কর্মীরা। পাশাপাশি সরকারের তরফে নির্দিষ্ট সময়ে মোবাইল রিচার্জের অর্থও প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।এই পরিস্থিতিতে মোবাইল ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভে সামিল হন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। এদিন মালদা শহরের রথবাড়ি মোড় থেকে একটি মিছিল বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি জেলা শাসকের দফতরে পৌঁছায়। সেখানে প্রতিনিধিদল স্মারকলিপি জমা দেয়।আশা কর্মীদের অভিযোগ, কাজের সুবিধার্থে দেওয়া মোবাইল হলেও বিভিন্ন নিয়মের জেরে তা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ফলে মাঠপর্যায়ে কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নিয়মিত রিচার্জের অর্থ প্রদানের দাবি জানান তাঁরা। ইউনিয়নের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্র করা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়