
কল্যাণী, ১৮ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার আ্যডভান্টেজ। তিনদিনের শেষে খেলায় যা ফলাফল সেই অনুযায়ী ১৮৬ রানে এগিয়ে রয়েছে। বুধবার খেলার শেষ ও চতুর্থ দিন। এই মুহূর্তে বাংলার দরকার আরও ৭ টি উইকেট। অন্যদিকে, পরাজয় এড়ানোর জন্যে অসমকে যদিও টিকে থাকতে হবে ক্রিজে। বাংলার প্রথম ইনিংসে ৪৪২ রানের জবাবে অসমের দ্বিতীয় ইনিংসে এদিন দলগত স্কোর - ৩/৫৬ রান। ফের বল হাতে মহম্মদ সামি দাপটের সঙ্গে গুড লেংথে বল রাখতেই বিপদ বাড়ে। এর পরিপ্রেক্ষিতেই কার্যত, দিন শেষ হতেই ১৮৬ রানে এগিয়ে রয়েছে বাংলা।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কল্যাণীতে যে বাংলা রানের পাহাড়ে চাপে - ৪০০ রান পার করে দিয়েছে। ৬ উইকেটে তখন ৯৯ ওভারের ব্যাটিংয়ে - ৪০১ রানে থামে। যদিও তখন ২০১ রানের গন্ডি অতিক্রম করে বাংলা, তবে সুমন্ত গুপ্ত'র - ৯০ ব্যাটিং। যদিও সেঞ্চুরির কাজে আসেনি।
এরপর চা পান বিরতির আগেই ফের সামির বিধ্বংসী বোলিং। ১৪ ওভারে বাংলার দখলে তিনটি উইকেট। অসমের দলগত স্কোর - ৩/৩০ রান (১৪ ওভারে) । যদিও এর মধ্যেই সামির ঝুলিতে ১৮ রানে একজোড়া ও সুরজ সিন্ধু জয়সোয়াল ৬ রানে একটি উইকেট তুলতে সমর্থ হয়। পরবর্তীতে তা - ৩/৫৬ রান, (২৪ ওভারে)। সুতরাং বুধবার বাংলা ও অসমের লড়াইয়ে জয়ের গন্ধে বাংলা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত