
শ্রীনগর, ১৮ নভেম্বর (হি.স.): মঙ্গলবার সকাল থেকে কাশ্মীরের বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে)-র তরফে এই অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। কুলগামে এক চিকিৎসকের বাড়িতে এ দিন তল্লাশি চলেছে বলে খবর। সেখান থেকে ডিজিটাল যন্ত্র এবং নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েক জনকে আটকও করা হয়েছে। তবে এই অভিযান নিয়ে আপাতত বিস্তারিত ভাবে কিছু জানাতে রাজি নয় পুলিশ।
জানা যাচ্ছে, শ্রীনগর, অনন্তনাগ এবং কুলগামে এদিন ভোরবেলা সন্ত্রাসবাদী কার্যকলাপের ষড়যন্ত্রের তদন্তে কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর অভিযান শুরু করেছে। একজন ডাক্তারের সাথে জড়িত একটি মামলার সঙ্গে সম্পর্কিত তদন্তে শিরিন বাগের একটি সুপার স্পেশালিটি হাসপাতালেও তল্লাশি চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ