রাজনৈতিক উত্তেজনা, চিনে বন্ধ জাপানি চলচ্চিত্রের মুক্তি
বেজিং, ১৮ নভেম্বর (হি.স.): চিনে অন্তত দুটি জনপ্রিয় জাপানি চলচ্চিত্রের মুক্তি স্থগিত করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান নিয়ে মন্তব্যকে ঘিরে দুই দেশের মধ্যে বিরোধ তৈরি হওয়ার ফলাফল এটি। চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম–এর তথ্য অনুযায়ী
রাজনৈতিক উত্তেজনা, চিনে বন্ধ জাপানি চলচ্চিত্রের মুক্তি


বেজিং, ১৮ নভেম্বর (হি.স.): চিনে অন্তত দুটি জনপ্রিয় জাপানি চলচ্চিত্রের মুক্তি স্থগিত করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান নিয়ে মন্তব্যকে ঘিরে দুই দেশের মধ্যে বিরোধ তৈরি হওয়ার ফলাফল এটি। চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম–এর তথ্য অনুযায়ী, যেসব ছবির মুক্তি বিলম্বিত হয়েছে, সেগুলোর মধ্যে আছে ‘ক্রেয়ন শিন-চ্যানের সিনেমা: সুপার হট! দ্য স্পাইসি কাসুকাবে ড্যান্সার্স’। সিনেমাটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মুক্তি পাওয়ার কথা ছিল। এরপর ‘সেলস অ্যাট ওয়ার্ক!’, এই সিনেমার মুক্তিও স্থগিত করা হয়েছে। এটি একটি লাইভ অ্যাকশন সিনেমা।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি জাপানের পার্লামেন্টে বলেন, চিন যদি তাইওয়ানে হামলা করে এবং তা জাপানের নিরাপত্তার জন্য হুমকি হয়, তবে জাপান সামরিকভাবে জবাব দিতে পারে। এই বক্তব্যের পর দুই দেশের সম্পর্কে বড় ধরনের বিরোধ সৃষ্টি হয়েছে। তাকাইচির বক্তব্যের পরেই চিনে জাপানবিরোধী মনোভাব বেড়েছে। দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়া ও বাজারের পরিস্থিতি বুঝে চিনের চলচ্চিত্র পরিবেশকরা সিদ্ধান্ত নেন, জাপানি ছবিগুলির মুক্তি আপাতত স্থগিত রাখা হবে। এমনকি, জনপ্রিয় জাপানি অ্যানিমেশনও এই বিতর্ক শুরু হওয়ার পরে দর্শক হারাতে শুরু করেছে।

একই সঙ্গে চিন সরকার নাগরিকদের জাপানে যাতায়াত কমাতে পরামর্শ দিয়েছে। দুই দেশের এই বিরোধ এখন শুধু কূটনীতি নয়, বিনোদন, অর্থনীতি ও সাংস্কৃতিক বিনিময়— সব ক্ষেত্রেই প্রভাব ফেলছে। এ ঘটনার পরে বিনিয়োগকারীরা চিনের প্রতিক্রিয়ার প্রভাব বিবেচনা করছেন। পরিস্থিতি সামাল দিতে জাপানের ব্যবসায়ী সংগঠনগুলি সরকারকে চিনের সঙ্গে দ্রুত আলোচনা করতে বলেছে। তার পরেও সম্পর্কের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande