কোচবিহার ট্রফিতে ইনিংসে হারল অসম, বাংলার জয়
কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : কোচবিহার ট্রফি ক্রিকেটে বাংলার কাছে পরাজিত অসম। ইনিংস ও ১৭২ রানে জয়ী বাংলা দল। বল হাতে সফল রোহিতের - ৫ ও অগস্ত্যা শুক্লার - ৩ টি উইকেট খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। এদিন বোলিংয়ের বিপর্যয়ের মুখে পড়ে প্রতিবেশী অসম। বাংল
কোচবিহার ট্রফিতে ইনিংসে হারল অসম, বাংলার জয়


কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : কোচবিহার ট্রফি ক্রিকেটে বাংলার কাছে পরাজিত অসম। ইনিংস ও ১৭২ রানে জয়ী বাংলা দল। বল হাতে সফল রোহিতের - ৫ ও অগস্ত্যা শুক্লার - ৩ টি উইকেট খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। এদিন বোলিংয়ের বিপর্যয়ের মুখে পড়ে প্রতিবেশী অসম। বাংলা দল কোচবিহার ট্রফিতে অসমকে মঙ্গলবার এক ইনিংসের সঙ্গে ১৭২ রানে হারিয়েছে। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে কোচবিহার ট্রফির এলিট পর্যায়ের খেলায় অসমকে কার্যতঃ বাংলা ইনিংস ও ১৭২ রানে জয়ী পর্যুদস্ত করেছে।উল্লেখ্য, প্রথম ইনিংসে অসমের ১৪৮ রানের জবাবে বাংলা ৭ উইকেটে ৫৬০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার্ড ঘোষণা করে। গতকাল ম্যাচের দ্বিতীয় দিনের শেষে অসমের স্কোর ছিল বিনা উইকেটে ৫৩ রান। এদিন বাংলার বোলারদের দাপটে ৮৪.৫ ওভারে ২৪০ রানে অসমের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে। এর ফলে একদিন আগেই ৪দিনের ম্যাচ শেষ হতে ৩দিনও সময় লাগল না।

উল্লেখ্য, বোলিং গড় একনজরে - রোহিত : ৮ - ২৭ - ৮০ - ৫, অগস্ত্য শুক্লা :১২.৫ - ৪ - ৩৪ - ৩, বিজয় শ্রীবাস্তব - ১৬ - ৭ - ৩৭ - ২ এদিকে, ব্যাটিংয়ে ৪৭ রান সর্বাধিক একমাত্র ব্যতিক্রম দীপঙ্কর পাল

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande