
নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): দিল্লিতে সন্ত্রাসী বিস্ফোরণের তদন্তে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকালে অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় দুষ্কৃতীদের আর্থিক সাহায্যের অভিযোগের কারণেই এই তল্লাশি। মঙ্গলবার ভোর ৫টা থেকে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি এবং অন্যান্য স্থানে ২৫টি স্থানে এই তল্লাশি চালানো হচ্ছে।
অন্যদিকে, কাশ্মীর উপত্যকার বেশ কয়েকটি স্থানে কাউন্টার-ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে) মঙ্গলবার অভিযান চালাচ্ছে। কাউন্টার-ইন্টেলিজেন্স কাশ্মীরের একজন ডাক্তারের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে শ্রীনগর, অনন্তনাগ এবং কুলগামে সমন্বিত অভিযান পরিচালনা করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা