এখনই রাজনৈতিক সন্ন্যাস নয়, জানালেন প্রশান্ত কিশোর
পাটনা, ১৮ নভেম্বর (হি.স.): ভবিষ্যদ্বাণী করেছিলেন বিহার ভোটে জেডিইউ ২৫ পার করলে তিনি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবেন। তবে প্রশান্ত কিশোর (পিকে)-এর সেই ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণ করে বিহারে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জেডিইউ তথা এনডিএ। অন্যদিকে পিকের দ
প্রশান্ত কিশোর


পাটনা, ১৮ নভেম্বর (হি.স.): ভবিষ্যদ্বাণী করেছিলেন বিহার ভোটে জেডিইউ ২৫ পার করলে তিনি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবেন। তবে প্রশান্ত কিশোর (পিকে)-এর সেই ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণ করে বিহারে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জেডিইউ তথা এনডিএ। অন্যদিকে পিকের দল জন সুরজ পার্টি একটিও আসন জেতেনি। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন ‘ভোট কুশলী’ তথা জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। নিজের সন্ন্যাস নেওয়ার দাবি থেকে ১৮০ ডিগ্রি ঘুরে আঙুল তুললেন জেডিইউ-এর দিকেই। পিকের অভিযোগ, বিহারে টাকা দিয়ে ভোট কিনেছেন নীতীশ কুমার। বলেন, জেডিইউ যদি দুই লক্ষ টাকার প্রতিশ্রুতি পূরণ করে, তবেই পদত্যাগ।

মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে তাঁর দলের খারাপ ফলের জন্য সম্পূর্ণ দায় স্বীকার করেছেন। তিনি বলেন, আমরা আমাদের দিক থেকে ইতিবাচক চেষ্টা করেছি। আমরা এই সরকারকে বদলাতে পারিনি। আমরা আমাদের দিক থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু মনে হচ্ছে আমরা কোথাও না কোথাও ব্যর্থ হয়েছি। তাঁর কথায়, জনগণ যদি আমাদের উপরে আস্থা না রাখে, তা হলে তার দায় সম্পূর্ণ রূপে আমার। এবারে তাঁর প্রতিজ্ঞা, বিহারের ক্ষমতাসীন সরকার যদি নির্বাচনের আগের প্রতিশ্রুতি মাফিক দেড় কোটি মানুষকে দুই লক্ষ করে টাকা দেয়, তবে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 
 rajesh pande