দুটি বিভাগে রাষ্ট্রীয় জল পুরস্কার মধ্যপ্রদেশের
ভোপাল, ১৮ নভেম্বর (হি.স.) : জল সংরক্ষণে উল্লেখযোগ্য অবদানের জন্য এ বছর দু’টি বিভাগে রাষ্ট্রীয় জল পুরস্কার পাচ্ছে মধ্যপ্রদেশ। মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মান নেবেন মধ্যপ্রদেশের প্রতিনিধিরা। জানা গিয়েছে, খারগ
মধ্যপ্রদেশকে মঙ্গলবার দুটি জাতীয় জল পুরস্কারের স্বীকৃতি দেবেন রাষ্ট্রপতি


ভোপাল, ১৮ নভেম্বর (হি.স.) : জল সংরক্ষণে উল্লেখযোগ্য অবদানের জন্য এ বছর দু’টি বিভাগে রাষ্ট্রীয় জল পুরস্কার পাচ্ছে মধ্যপ্রদেশ। মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মান নেবেন মধ্যপ্রদেশের প্রতিনিধিরা।

জানা গিয়েছে, খারগোন জেলা ‘পূর্বাঞ্চলের সেরা জেলা’ এবং খান্ডোয়া জেলার কাবেশ্বর গ্রামপঞ্চায়েত ‘সেরা গ্রাম পঞ্চায়েত (দ্বিতীয়)’ পুরস্কার পাচ্ছে। খান্ডোয়ার জেলা শাসক ঋষভ গুপ্ত ও জেলা পরিষদের সিইও নাগার্জুন বি. গৌড়া পুরস্কার গ্রহণ করবেন।

জল শক্তি মন্ত্রকের ৬ষ্ঠ রাষ্ট্রীয় জল পুরস্কারে এ বছর মোট ১০টি বিভাগে ৪৬টি পুরস্কার ঘোষণা হয়েছে। “ক্যাচ দ্য রেন” বিভাগে উল্লেখযোগ্য সাফল্যের জন্য খান্ডোয়া জেলা ২ কোটি টাকার পুরস্কার পাচ্ছে। কাবেশ্বর গ্রাম পঞ্চায়েতকে দেওয়া হবে ১.৫ লক্ষ টাকা ও স্মারক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 
 rajesh pande