
কল্যাণী ১৮ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে অসমের বিরুদ্ধে ২৪২ রানে প্রথম ইনিংসে এগিয়ে বাংলা। তৃতীয়দিনের খেলায় বাংলার - ১৭৫ রান সংযোজন। মধ্যাহ্নভোজের আগেই সাকুল্যে বাংলার প্রথম ইনিংসে দলগত স্কোর - ১০/৪৪২ রান। অল্পের জন্য সুমন্ত গুপ্ত'র ভাগ্যে শিঁকে ছিঁড়ল না। মাত্র তিনরানের জন্য শতরানের ইনিংস হাতছাড়া হল - ৯৭ রানে। ওই কারণে আফশোস তো যাচ্ছে না মোটেও সুমন্ত গুপ্ত'র। এই মুহূর্তে বাংলা দল - ২৪২ রানে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, ৪/২৬৭ (৬৭ ওভারে) রান হাতে নিয়েই অসমের বিরুদ্ধে এদিন মাঠে নামে বাংলার দল। মধ্যাহ্নভোজের আগে বাংলার দলগত স্কোর - ৪০১ রানে পৌঁছে যায়। ৯৯ ওভারে আরো একটি উইকেটের পতন হয়েছে। অলরাউন্ডার শাহবাজ আহমেদ অপরাজিত ৭১ রান নিয়ে খেলতে নামে এবং ৩০ রান এদিন সে সংগ্রহ করেছে। আর ৩০ রানে অপরাজিত থাকলেও ব্যর্থ হয়েছে এদিন সুমন্ত। প্রথম এক ঘন্টাতে যদিও কোনও উইকেট তুলতে পারে নি অসম দল। ১৫ রান ওঠে মাত্র ২ ওভারের খেলায়। ধীরগতিতেই খেলা চলতে থাকে। তখন দলের স্কোর - ৬৯ ওভারে - ৪/২৮২ রান। এরপর (৭৭ ওভারে) - ৪/৩১৭ রান। ক্রিজে অপরাজিত শাহবাজ - ৯৩ রান ও সুমন্ত - ৪৩ রানে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত