কানপুরে বাস উল্টে শিশু-সহ মৃত ৩, জখম ২০ জন
কানপুর, ১৮ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার ভোররাতে যাত্রিবাহী বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। তিন যাত্রী মারা গিয়েছেন, জখম হয়েছেন ২০ জন। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, বেসরকারি বাসটি
কানপুরে বাস উল্টে শিশু-সহ মৃত ৩, জখম ২০ জন


কানপুর, ১৮ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার ভোররাতে যাত্রিবাহী বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। তিন যাত্রী মারা গিয়েছেন, জখম হয়েছেন ২০ জন। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, বেসরকারি বাসটি দিল্লি থেকে বিহারের সিওয়ান যাচ্ছিল। ভোর সাড়ে তিনটে নাগাদ কানপুরের বিলহৌর তহশিলের আরাউল কাট এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারান। তার ফলে উল্টে যায় বাস। পুলিশ জানায়, জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সকলকেই স্থানীয় মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।

বাসটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, ভাঙা আসন এবং ভাঙা কাঁচের মধ্যে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েন। ঘটনার খবর পেয়ে বিলহৌর তহসিল প্রশাসন, পুলিশ এবং এক্সপ্রেসওয়ে টহল দল ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় একটি শিশু-সহ ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জন আহত হয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande