
নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): মহান স্বাধীনতা সংগ্রামী এবং ভারতমাতার বীর সন্তান বটুকেশ্বর দত্তের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু মঙ্গলবার এক্সবার্তায় লিখেছেন, “একদিকে, বটুকেশ্বর দত্ত তাঁর বিপ্লবী ধারণা দিয়ে স্বাধীনতা আন্দোলনের জন্য যুবকদের সংগঠিত করেছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন, ‘কালাপানি’র কঠোর শাস্তিও তাঁর স্বাধীনতার সংকল্পকে নড়বড়ে করতে পারেনি। বটুকেশ্বর দত্তজির জীবন প্রতিটি যুবকের জন্য দেশের জন্য আত্মত্যাগ ও উৎসর্গের অনুপ্রেরণা।”
উল্লেখ্য, স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃত বিপ্লবী বটুকেশ্বর দত্তের নাম ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। ১৯১০ সালে ১৮ নভেম্বর পশ্চিমবঙ্গের বর্তমানে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার ওঁয়াড়ি গ্রামে জন্মগ্রহণ করে বটুকেশ্বর। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলার অনেক বীর সন্তানের নাম, আর তাঁদের মধ্যে অন্যতম বটুকেশ্বর দত্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত