সুনীল কান্তি রায় সরণির নামকরণ ঘোষণা ও উদ্বোধনে মহানাগরিক
কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : এক উত্তরাধিকার, এক অনুপ্রেরণা - শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হল পিয়ারলেস হাসপাতাল ও তৎসংলগ্ন এলাকায় সুনীল কান্তি রায় সরণির যাত্রাপথ। মঙ্গলবার ওই নতুন নামকরণ ঘোষণা করা হয়েছে। এদিন এর সূচনা করেন কলকাতার মহানাগরিক
সুনীল কান্তি রায় সরণি যাত্রাপথের সূচনা'তে মেয়র


কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : এক উত্তরাধিকার, এক অনুপ্রেরণা - শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হল পিয়ারলেস হাসপাতাল ও তৎসংলগ্ন এলাকায় সুনীল কান্তি রায় সরণির যাত্রাপথ। মঙ্গলবার ওই নতুন নামকরণ ঘোষণা করা হয়েছে। এদিন এর সূচনা করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এই উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ সায়ন ঘোষ, স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা ব্যানার্জি প্রমুখ এদিন সন্ধ্যায় নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিয়ারলেস হাসপাতাল ও বি কে রায় রিসার্চ সেন্টারের অডিটোরিয়ামে এদিন অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন কলকাতার মেয়র। তিনি বক্তব্যও রাখেন। উল্লেখ্য, পিয়ারলেস গ্রুপের অন্যতম স্থপতি ও কর্ণধার সুনীল কান্তি রায়ের দূরদর্শিতার নানা দিক তুলে ধরেছেন তাঁর উত্তরসূরী জয়ন্ত রায়। সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande