“এমতাবস্থায় আপনারা কি করবেন”, বাংলাদেশকে কটাক্ষ করে প্রশ্ন তথাগতর
কলকাতা, ১৮ নভেম্বর, (হি.স.): “বঙ্গবন্ধু পূর্ববঙ্গ / পূর্ব পাকিস্তান / বাংলাদেশের সংখ্যাগুরু বাঙালি মুসলমানেরা! এই জনসংখ্যার চাপে ফাটো-ফাটো ভিখারির দেশ তৈরী করে করে ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত এই ৭৮ বছরে আপনারা কি পেলেন?” মঙ্গলবার এক্সবার্তায় এই প্রশ্ন
তথাগত রায়


কলকাতা, ১৮ নভেম্বর, (হি.স.): “বঙ্গবন্ধু পূর্ববঙ্গ / পূর্ব পাকিস্তান / বাংলাদেশের সংখ্যাগুরু বাঙালি মুসলমানেরা! এই জনসংখ্যার চাপে ফাটো-ফাটো ভিখারির দেশ তৈরী করে করে ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত এই ৭৮ বছরে আপনারা কি পেলেন?” মঙ্গলবার এক্সবার্তায় এই প্রশ্ন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, “প্রথমে পঞ্জাবী মুসলমানদের বুটের নিচে পদদলিত হলেন। যে সংখ্যালঘু হিন্দুরা আপনাদের ভূখণ্ডে শিক্ষা ও সমৃদ্ধি এনেছিলেন তাঁদেরকে বীভৎস নির্যাতন করে তাড়ালেন! তারপর ভারতীয় সেনাবাহিনী এসে পাকিস্তানীদের তাড়াল, আপনাদের নিজেদের নেতাদের ক্ষমতায় অধিষ্ঠিত করে দিল - প্রথমে তাজউদ্দীন আহমেদ, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিব। তারপর তাদেরও হত্যা করলেন।

তারপর খন্দকার মুস্তাক, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, ইউনুস - এতজন রাষ্ট্রপ্রধানের আসনে বসলেন, বেশিরভাগই অস্বাভাবিক উপায়ে! যেই শেখ হাসিনা পদ্মা সেতুর মত পরিকাঠামো নির্মাণ করেছিলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে একটু এগিয়ে নেবার চেষ্টা করছিলেন এবার ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে সেই শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দিয়েছেন!

আপনাদের দেশ কি এমনি করেই চলবে? কখনো গৃহযুদ্ধ, কখনো মার্শাল ল! আপনাদের যুবশক্তির সামনে ভবিষ্যৎ কী? যে কোন মূল্যে একটা ভিসা জোগাড় করে সৌদি বা কুয়েতে গিয়ে পায়খানা পরিষ্কার করা? আর বিবিকে সঙ্গে নিয়ে গেলে শেখেরা তো তার মজা লুটবে!

আপনাদের খাদ্য আমদানি করতে হয়, কোন খনিজ পদার্থ নেই, রপ্তানীযোগ্য দ্রব্য বলতে শুধু সেলাই করা কাপড় - তাও তো কাপড়টা বিদেশ থেকে আনতে হয়! বাস্তবিকই, আপনাদের দেশের উপর আপনাদের আল্লার লানত!

আর আপনাদের তিন পাশে ভারত, দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে! গণতন্ত্র বিদ্যমান, মাথাপিছু আয় ক্রমবর্ধমান। সেখানে যে অনুপ্রবেশ করে কিছু আয় হবে তার আশাও এখন গুড়ে বালি!

এমতাবস্থায় আপনারা কি করবেন?”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande