
কলকাতা, ১৮ নভেম্বর, (হি.স.): শিয়ালদা বিভাগের কাকদ্বীপ – নামখানা সেকশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের কারণে, ১৮/১৯/২০২৫ (মঙ্গলবার/বুধবার) ২৪০ মিনিট (১৮/১১/২০২৫ তারিখের ০০:১৫ ঘন্টা থেকে ১৯/১১/২০২৫ তারিখের ০৪:১৫ ঘন্টা পর্যন্ত) ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে।
ফলে, ট্রেন চলাচলে নিম্নলিখিত ব্যবস্থাগুলি করা হয়েছে: ট্রেন বাতিল: ৩৪৯১৪ লক্ষ্মীকান্তপুর – নামখানা লোকাল ১৯/১১/২০২৫ তারিখে বাতিল থাকবে। অধিকন্তু, ৩৪৯৩৫ নামখানা - লক্ষ্মীকান্তপুর লোকালটি নামখানার বদলে কাকদ্বীপ থেকে ছাড়বে এবং ৩৪৭৯১ নামখানা - শিয়ালদা লোকাল ১৯ .১১.২০২৫ তারিখে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত