“বিচারের নামে প্রহসন কবে বন্ধ হবে বাংলাদেশে, প্রশ্ন তসলিমার
কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.): “বিচারের নামে প্রহসন কবে বন্ধ হবে বাংলাদেশে?” এই প্রশ্ন তুলেছেন দেশত্যাগী সাহিত্যিক তসলিমা নাসরিন। আদালতের বিচারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড ঘোষণা ঘিরে উত্তাল বাংলাদেশ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্যক্ত
তসলিমা নাসরিন


কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.): “বিচারের নামে প্রহসন কবে বন্ধ হবে বাংলাদেশে?” এই প্রশ্ন তুলেছেন দেশত্যাগী সাহিত্যিক তসলিমা নাসরিন।

আদালতের বিচারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড ঘোষণা ঘিরে উত্তাল বাংলাদেশ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্যক্তি বিশেষে ন্যায়-অন্যায়ের পৃথক বিচারকেই কাঠগড়ায় তুললেন হাসিনা জমানায় অত্যাচারিত তসলিমা।

ফেসবুকে তাঁর স্পষ্ট বক্তব্য, ‘হাসিনার যে-কাজকে ইউনুস এবং তার জিহাদি বাহিনী অন্যায় বলে ঘোষণা করেছে, সেই একই কাজ তারা অর্থাৎ ইউনুস এবং তার জিহাদি বাহিনী যখন করছে, তখন সেই কাজকে তারা ন্যায় বলে ঘোষণা করছে!’

তসলিমা লিখেছেন, “কেউ নাশকতামূলক কাজ করলে তাকে গুলি করার নির্দেশ দিয়ে বর্তমান সরকার তো নিজেকে অপরাধী বলছে না। তাহলে গত বছর জুলাই মাসে নাশকতামূলক কাজ করলে তাকে গুলি করার নির্দেশ দিয়েছেন বলে হাসিনাকে কেন অপরাধী বলে গণ্য করা হচ্ছে?

জুলাইয়ের যে সন্ত্রাসীরা নাশকতামূলক কাজ করেছে, মেট্রোয় আগুন দিয়েছে, স্নাইপার দিয়ে মানুষ মেরেছে, পুলিশ জবাই করেছে, তাদের কেন বিচার হবে না?”

প্রসঙ্গত, শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির সাজার বিরোধিতা করেছে আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ। মানবতা বিরোধী অপরাধীদের আত্মপক্ষ সমর্থনের বিন্দুমাত্র সুযোগ না দিয়ে এভাবে সর্বোচ্চ সাজা ঘোষণার বিষয়টিকে বিচারের নামে ইউনুস সরকারের চূড়ান্ত প্রহসন বলেই মনে করছে সচেতন নাগরিক মহল।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande