বিশ্বকাপ বাছাই: বিশ্বকাপে নেদারল্যান্ডস
আমস্টারডাম, ১৮ নভেম্বর(হি.স.):লিথুয়ানিয়াকে হারিয়ে সরাসরি বিশ্বকাপের মূল পর্বের টিকেট পেয়ে গেল রোনাল্ড কুমানের দল। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে সোমবার রাতে বাছাইপর্বের শেষ রাউন্ডে ৪-০ গোলে জিতেছে ডাচরা। প্রথমার্ধে টিজানি রেইডার্স দলকে এগিয়ে নেওয়ার পর
বিশ্বকাপ বাছাই: বিশ্বকাপে নেদারল্যান্ডস


আমস্টারডাম, ১৮ নভেম্বর(হি.স.):লিথুয়ানিয়াকে হারিয়ে সরাসরি বিশ্বকাপের মূল পর্বের টিকেট পেয়ে গেল রোনাল্ড কুমানের দল। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে সোমবার রাতে বাছাইপর্বের শেষ রাউন্ডে ৪-০ গোলে জিতেছে ডাচরা। প্রথমার্ধে টিজানি রেইডার্স দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কোডি হাকপো, শাভি সিমন্স, ডোনিয়েল মালেন। আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই শেষ করল নেদারল্যান্ডস।

একই সময়ে আরেক ম্যাচে মাল্টাকে ৩-২ গোলে হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হওয়া পোল্যান্ড খেলবে প্লে-অফে। বিদায় নিয়েছে ফিনল্যান্ড (১০ পয়েন্ট), মাল্টা (৬ পয়েন্ট) ও লিথুয়ানিয়া (৩ পয়েন্ট)।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande