
তিরুবনন্তপুরম, ১৯ নভেম্বর (হি.স.): কেরলে চলছে এসআইআর-এর কাজ, দক্ষিণ ভারতের এই রাজ্যে এখনও পর্যন্ত ৯৭ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি সম্পন্ন হয়েছে। কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক রথন ইউ কেলকার বলেছেন, ১৮ নভেম্বর পর্যন্ত, রাজ্যে ৯৭% ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অংশ হিসেবে গণনার ফর্ম বিতরণ করা হয়েছে। অন্যদিকে, কেরল সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, যাতে নির্বাচন কমিশনকে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। অথচ দেখা যাচ্ছে, কেরলে সুষ্ঠুভাবেই চলছে এসআইআর-এর কাজ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা