
নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে ভারতের। গত মাসে ভারত সফরে এসেছিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। আর, এবার এলেন সেই দেশের শিল্প এবং বাণিজ্য দফতরের মন্ত্রী নূরউদ্দিন আজিজি। বুধবারই পাঁচ দিনের সফরে নয়াদিল্লি এসেছেন আফগানিস্তানের তালিবান সরকারের এই মন্ত্রী। নয়াদিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও যোগ দেবেন তিনি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আফগান মন্ত্রীকে ভারতে স্বাগত জানিয়ে এক্স মাধ্যমে লিখেছেন, আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলহাজ নূরউদ্দিন আজিজিকে ভারত সফরে উষ্ণ অভ্যর্থনা। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়ন এই সফরের মূল লক্ষ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা