
নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): আগামীকাল নতুন দিল্লিতে শুরু হচ্ছে দুই দিনের কলম্বো সুরক্ষা সম্মেলন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে নেতৃত্ব দেবেন। কলম্বো সুরক্ষা সম্মেলনে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ। সেশেলস পর্যবেক্ষক দেশ। এই গোষ্ঠী সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং সাইবার নিরাপত্তার উপর বিশেষ জোর দেয়। কলম্বো সুরক্ষা সম্মেলনের লক্ষ্য ভারত মহাসাগরে নিরাপত্তা প্রদানকারী হিসেবে ভারতের ভূমিকা বৃদ্ধি করা।
দিল্লির হায়দরাবাদ হাউসে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’ (সিএসসি)-এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলন। তার এক দিন আগেই দ্বিপাক্ষিক বৈঠক হল ভারত এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে। বুধবার সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা