বুধবার অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সফরে প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সফর করবেন। বেলা ১০টা নাগাদ পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার সৌধ ও মহাসমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপর, ১০.৩০ মিনিট নাগাদ ভগবান শ্রী সত্য সাই
Narendra Modi


নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সফর করবেন। বেলা ১০টা নাগাদ পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার সৌধ ও মহাসমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপর, ১০.৩০ মিনিট নাগাদ ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে একটি স্মারক মুদ্রা ও তাঁর জীবন, শিক্ষা তথা পরম্পরার সম্মানে একগুচ্ছ ডাকটিকিটের আনুষ্ঠানিক প্রকাশ করবেন এবং এক সমাবেশে ভাষণ দেবেন।

এরপর প্রধানমন্ত্রী তামিলনাড়ুর কোয়েম্বাটুর যাবেন। সেখানে তিনি বেলা ১.৩০ মিনিট নাগাদ ‘সাউথ ইন্ডিয়া ন্যাচরাল ফার্মিং সামিট’ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী দেশের নানা প্রান্তে ৯ কোটি কৃষকের স্বার্থে ১৮ হাজার কোটি টাকার বেশি পিএম কিষাণ-এর একুশতম কিস্তির অর্থ প্রদান করবেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন তিনি।

সাউথ ইন্ডিয়া ন্যাচারাল ফার্মিং সামিট ১৯-২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে তামিলনাড়ু ন্যাচারাল ফার্মিং স্টেক-হোল্ডার্স ফোরাম। সুস্থায়ী, পরিবেশ-বান্ধব, রাসায়নিকমুক্ত কৃষি পদ্ধতি প্রসারের লক্ষ্যেই আয়োজিত এই শিখর সম্মেলন। ভারতীয় কৃষির ভবিষ্যতের দিকে তাকিয়ে এবং পরিবেশ সহায়ক অর্থনৈতিক সুস্থায়ী মডেল গড়ে তুলতে প্রাকৃতিক চাষবাসকে সেই লক্ষ্যে পরিচালিত করাই এর উদ্দেশ্য।

এই শিখর সম্মেলনের লক্ষ্য হল, কৃষক উৎপাদক সংগঠন এবং গ্রামীণ উদ্যোগপতিদের দিকে তাকিয়ে বাজার সংযোগ তৈরি করা। পাশাপাশি, জৈব উপাদান, কৃষি প্রক্রিয়াকরণ, পরিবেশ-বান্ধব প্যাকেজিং এবং দেশীয় প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনী নানা ব্যবস্থাকে তুলে ধরাও এর লক্ষ্য। এই সম্মেলনে ৫০ হাজারেরও বেশি কৃষক, প্রাকৃতিক চাষবাসের সঙ্গে যুক্ত ব্যক্তি, বৈজ্ঞানিক, জৈব উপাদান সরবরাহকারী, বিক্রেতা এবং তামিলনাড়ু, পুদুচেরী, কেরল, তেলঙ্গানা, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ থেকে অংশীদাররা যোগ দেবেন।

এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande