২০-২২ নভেম্বর তিন রাজ্যে সফরে রাষ্ট্রপতি মুর্মু
নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ সফর করবেন। ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি অম্বিকাপুরে ছত্তিশগড় সরকার আয়োজিত জনজাতিয় গৌরব দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দে
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ সফর করবেন। ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি অম্বিকাপুরে ছত্তিশগড় সরকার আয়োজিত জনজাতিয় গৌরব দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। ২১ নভেম্বর রাষ্ট্রপতি সেকেন্দ্রাবাদের বোলারামের রাষ্ট্রপতি নিলয়মে ভারতীয় কলা মহোৎসব ২০২৫ উদ্বোধন করবেন। ভারতীয় কলা মহোৎসবের দ্বিতীয় সংস্করণে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, গোয়া, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের সমৃদ্ধ সাংস্কৃতিক, রন্ধনসম্পর্কীয় এবং শৈল্পিক ঐতিহ্য প্রদর্শিত হবে। ২২ নভেম্বর রাষ্ট্রপতি পুট্টাপার্থীর প্রশান্তি নিলয়মে শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande