মুখে সংবিধানের কথা বললেও, রাহুলের হৃদয়ে থাকে ভোটব্যাঙ্ক : শেহজাদ পুনাওয়ালা
নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। ২৭২ জন বিদ্বজ্জনের খোলা চিঠি প্রসঙ্গে বুধবার শেহজাদ বলেছেন, মুখে সংবিধানের কথা বললেও, রাহুলের হৃদয়ে থাকে শুধুই ভোটব্যাঙ্ক। শেহজাদ বলেন, র
শেহজাদ পুনাওয়ালা


নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। ২৭২ জন বিদ্বজ্জনের খোলা চিঠি প্রসঙ্গে বুধবার শেহজাদ বলেছেন, মুখে সংবিধানের কথা বললেও, রাহুলের হৃদয়ে থাকে শুধুই ভোটব্যাঙ্ক।

শেহজাদ বলেন, রাহুল গান্ধী কোনও 'বিরোধী দলনেতা' নন, বরং 'প্রচারের নেতা'। তিনি ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে সুপারি নিয়েছেন। তিনি বিদেশে গিয়েও ভারতের বিরুদ্ধে কথা বলেন। এটি দেখায় যে তিনি মুখে সংবিধানের কথা বলেন, কিন্তু হৃদয়ে কেবল ভোটব্যাঙ্ক এবং পরিবার আছে। জনসাধারণ, তাঁর সহকর্মীরা এবং কংগ্রেস নেতারা তাঁকে বাস্তবতা বুঝিয়েছেন। বুদ্ধিজীবীরাও তাঁকে সংবিধানকে নিশানা করা বন্ধ করতে বলেছেন, কিন্তু এরাই সেইসব মানুষ যারা সর্বদা আম্বেদকরকে অপমান করেছে এবং তা করে চলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande