
শ্রীহরিকোটা, ২ নভেম্বর (হি.স.): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) রবিবার তাদের সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহ, সিএমএস-০৩ উৎক্ষেপণ করেছে। এই উপগ্রহ ভারতীয় প্রযুক্তিতে তৈরি। যা ভারতের সামুদ্রিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খুব ভারী হওয়ার কারণে বিজ্ঞানীরা সিএমএস-০৩ এর নাম দিয়েছে 'বাহুবলী'।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল ভাবে উৎক্ষেপণ হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র তৈরি কৃত্রিম উপগ্রহ সিএমএস-০৩। রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে নির্ধারিত সময়েই উৎক্ষেপণ করা হয় এই ভারী কৃত্রিম উপগ্রহটি। ৪৪১০ কেজি ওজনের এই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে পৌঁছে দেবে ভারতের তৈরি এলভিএম৩-এম৫ রকেট। ভারতের মাটি থেকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও)-তে প্রতিস্থাপন করা হবে উপগ্রহটিকে। ভারতের মাটি থেকে এর আগে এত ভারী কোনও কৃত্রিম উপগ্রহ মহকাশে পাঠানো হয়নি। এই উৎক্ষেপণের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারতের তৈরি রকেটেই এটি মহাকাশে পাঠানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ