
নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাস বৃহস্পতিবারও অস্বাস্থ্যকরই রয়েছে। এদিনও দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের গুণগতমান ছিল উদ্বেগজনক স্তরে। এদিন সকালে ধোঁয়াশার আস্তরণে ঢেকে যায় রাজধানী দিল্লি, দূর থেকে অস্পষ্ট ছিল ইন্ডিয়া গেট চত্বর। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কমে যায়। দিল্লি পঞ্জাবি বাগ এলাকায় এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪৩৯, যা অত্যন্ত উদ্বেগজনক। আবার আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪২০। দিল্লির মোটামুটি সর্বত্রই এদিন সকালে বাতাসের গুণগতমানের সূচক ছিল ৪০০-র ওপরে।
এদিকে, কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশ। বৃহস্পতিবার সকালে প্রয়াগরাজ-সহ উত্তর প্রদেশে বিভিন্ন প্রান্তে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। কুয়াশার আস্তরণও ছিল। ঠান্ডা অনুভূত হয়েছে পশ্চিম মধ্যপ্রদেশেও। তবে, আগামী ৫ দিন মধ্য ভারতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন অঞ্চল, আন্দামান সাগরে দমকা হাওয়া বইতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা