সন্তোষ ট্রফি ফুটবলে বাংলার কোচ পদে সঞ্জয় সেন নির্বাচিত
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : ফের বাংলা ফুটবলের গুরুদায়িত্বে সঞ্জয় সেন। আসন্ন সন্তোষ ট্রফি ফুটবলে বাংলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সঞ্জয় সেন। প্রধান কোচ হিসেবেই এদিন নির্বাচিত হলেন তিনি। বৃহস্পতিবার প্রত‍্যাশিতভাবেই সঞ্জয় সেনের নামে প্র
সন্তোষ ট্রফি ফুটবলে বাংলার কোচ সঞ্জয় সেন


কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : ফের বাংলা ফুটবলের গুরুদায়িত্বে সঞ্জয় সেন। আসন্ন সন্তোষ ট্রফি ফুটবলে বাংলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সঞ্জয় সেন। প্রধান কোচ হিসেবেই এদিন নির্বাচিত হলেন তিনি। বৃহস্পতিবার প্রত‍্যাশিতভাবেই সঞ্জয় সেনের নামে প্রস্তাব পেশ করা হয়েছে এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করেছে। উল্লেখ্য, বাংলার ফুটবল নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশন সংক্ষেপে আইএফএ এদিন সরকারিভাবে তাঁর নামের পাশেই সিলমোহর দিয়েছে। এদিনের বৈঠকে সঞ্জয় সেন উপস্থিত ছিলেন। তাঁর উজ্জ্বল উপস্থিতিও উল্লেখ্য। প্রসঙ্গত, গতবছর অর্থাৎ ২০২৪ সালে দীর্ঘ এক দশক পরে সন্তোষ ট্রফিতে বাংলা দল চ্যাম্পিয়ন হয়। মূলতঃ সঞ্জয় সেনের প্রশিক্ষণেই। এদিকে, আইএফএ কোচেস কমিটির সভায় সদর দফতরে বসে জরুরি বৈঠক। সেখানে উপস্থিত সমস্ত সদস্যরা মিলে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। আজকের সভায় কোচেস কমিটির সদস্য ছাড়াও আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি, সহ সচিব রাকেশ ঝাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande