৬৭ বছরে জীবনাবসান, প্রয়াত সপা বিধায়ক সুধাকর সিং
লখনউ, ২০ নভেম্বর (হি.স.): প্রয়াত হয়েছেন সমাজবাদী পার্টির বিধায়ক সুধাকর সিং। তিনি মউ জেলার ঘোসি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। বিধায়কের প্রয়াণে সমাজবাদী পার্টির পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। গত ১৭ নভেম্বর দিল্লিতে মু
৬৭ বছরে জীবনাবসান, প্রয়াত সপা বিধায়ক সুধাকর সিং


লখনউ, ২০ নভেম্বর (হি.স.): প্রয়াত হয়েছেন সমাজবাদী পার্টির বিধায়ক সুধাকর সিং। তিনি মউ জেলার ঘোসি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। বিধায়কের প্রয়াণে সমাজবাদী পার্টির পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। গত ১৭ নভেম্বর দিল্লিতে মুখতার আনসারির ছোট ছেলে উমর আনসারির সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফিরে আসার পর তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে।

এরপর মঙ্গলবার তাঁকে লখনউয়ের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত উপনির্বাচনে সুধাকর সিং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মন্ত্রী দারা সিং চৌহানকে পরাজিত করেছিলেন। মূলত ঘোসির বাসিন্দা সুধাকর সিংকে জেলার একজন বিশিষ্ট নেতা হিসেবে বিবেচনা করা হত। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ঘোসি থেকে তিনি সমাজবাদী পার্টির টিকিটের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি দলীয় টিকিট পেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে দল তাঁর টিকিট বাতিল করে বিজেপি ছেড়ে আসা দারা সিং চৌহানকে প্রার্থী হিসেবে মনোনীত করে। সমাজবাদী পার্টি আসনটি জয় করতে সফল হয়েছিল, কিন্তু দারা সিং চৌহানের বিজেপিতে যোগদানের ফলে আবারও ২০২৩ সালে উপনির্বাচন হয়।

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande