ভোরে ও রাতে শীতের আমেজ, দক্ষিণ ও উত্তরবঙ্গে চড়ছে তাপমাত্রা
কলকাতা, ২০ নভেম্বর (হি.স.): শীতের ঠান্ডা কিছুটা কমেছে। ভোরে ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। যার জেরে আগামী কয়েক দিন বেশ খানিকটা
ভোরে ও রাতে শীতের আমেজ, দক্ষিণ ও উত্তরবঙ্গে চড়ছে তাপমাত্রা


কলকাতা, ২০ নভেম্বর (হি.স.): শীতের ঠান্ডা কিছুটা কমেছে। ভোরে ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। যার জেরে আগামী কয়েক দিন বেশ খানিকটা বেড়ে যাবে রাতের তাপমাত্রা। নিম্নচাপের সঙ্গে দোসর ঘূর্ণাবর্তও। আর তাই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদও।

আপাতত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার পরের কয়েক দিনেও তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে শুক্র ও শনিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হবে দার্জিলিঙেই। বাকি জেলাগুলিতে শুষ্কই থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande