
সিডনি, ২১ নভেম্বর(হি.স.): শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টে পুরুষদের একক সেমিফাইনালে স্থান নিশ্চিত করতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী শাটলার লক্ষ্য সেন দৃঢ় প্রতিজ্ঞ আয়ুশ শেঠিকে সরাসরি গেমে পরাজিত করেছেন। সপ্তম বাছাই ভারতীয়, যিনি এই বছরের শুরুতে হংকং ওপেনে একই পর্যায়ে আয়ুষকে পরাজিত করেছিলেন, তিনি ২৩-২১, ২১-১১ গেমে জিতে শেষ চারে পৌঁছানোর জন্য চাইনিজ-তাইপেইয়ের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে রবিবার সেমি ফাইনালে লড়াই করবেন, যিনি এই ইভেন্টের দ্বিতীয় বাছাই।
বিশ্বের ৯ নম্বর স্থান অধিকারী এবং ২০১৮ সালের এশিয়ান গেমসের রৌপ্যপদক বিজয়ী তিয়েন চেন, ১ ঘন্টা ২৩ মিনিটের ম্যারাথন ম্যাচে ফারহান আলভিকে ১৩-২১, ২৩-২১, ২১-১৬ ব্যবধানে পরাজিত করে সেমি ফাইনালে পৌছেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি