অ্যাশেজের প্রথম দিনেই উজ্জ্বল স্টার্ক,করলেন দুটি রেকর্ড
পার্থ, ২১ নভেম্বর(হি.স.): অ্যাসেজের প্রথম দিনেই উজ্জ্বল মিচেল স্টার্ক। করলেন দুটি রেকর্ড। একটি প্রথম ওভারে উইকেট আর অন্যটি স্টার্কের অ্যাসেজে সেঞ্চুরি। এই নিয়ে ২৪ বার ইনিংসের প্রথম ওভারে উইকেট নিলেন মিচেল স্টার্ক, দারুণ এক মাইলফলকও পূর্ণ হলো তাঁর।
অ্যাশেজের প্রথম দিনেই উজ্জ্বল স্টার্ক,করলেন দুটি রেকর্ড


পার্থ, ২১ নভেম্বর(হি.স.): অ্যাসেজের প্রথম দিনেই উজ্জ্বল মিচেল স্টার্ক। করলেন দুটি রেকর্ড। একটি প্রথম ওভারে উইকেট আর অন্যটি স্টার্কের অ্যাসেজে সেঞ্চুরি। এই নিয়ে ২৪ বার ইনিংসের প্রথম ওভারে উইকেট নিলেন মিচেল স্টার্ক, দারুণ এক মাইলফলকও পূর্ণ হলো তাঁর।

প্রথম ওভারের শেষ ডেলিভারিতে স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে দিলেন জ্যাক ক্রলি। ব্যাটের কানায় লেগে বল গেল স্লিপে উসমান খাওয়াজার হাতে। তারপর স্টার্ক ছুটলেন বাঁধনহারা উদযাপনে।

টেস্ট ইতিহাসের সফলতম পেসার অ্যান্ডারসন শীর্ষে আছেন এই রেকর্ডে। ২৯ বার প্রথম ওভারে উইকেট শিকার করেছেন এই ইংলিশ কিংবদন্তি। আর পাঁচটি উইকেট হলেই মিচেল স্টার্ক ধরে ফেলবেন আন্ডারসনকে। পার্থে শুক্রবার প্রথম উইকেট নিয়েই থামেননি স্টার্ক। করেছেন আরও একটি রেকর্ড। শূন্য রানে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান জো রুটকে ফিরিয়ে অ্যাশেজে তাঁর শততম উইকেট নিলেন।

এর ফলে অ্যাশেজে উইকেটের সেঞ্চুরি করা ২১তম বোলার হলেন তিনি। এর মধ্যে ১৪ জনই অস্ট্রেলিয়ার! ১৯৫ উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন। ১৫৭ উইকেট নিয়ে দুইয়ে ম্যাকগ্রা। ১৫৩ উইকেট নিয়ে তিনে আছেন স্টুয়ার্ট ব্রড। তালিকায় আছেন আরও অনেক কিংবদন্তি। তবে একটি জায়গায় মিচেল স্টার্ক প্রথম। কারণ, বাঁ-হাতি পেসে অ্যাশেজে ১০০ উইকেট নেই আর কারও!

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande