আন্তমহাদেশীয় প্লে-অফে প্রতিপক্ষ দলের তালিকা
জুরিখ, ২১ নভেম্বর (হি.স.) : ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আন্তমহাদেশীয় প্লে-অফের ড্রয়ে নিউ কালেডোনিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জ্যামাইকা। আর বলিভিয়ার মুখোমুখি হবে সুরিনাম। আন্তমহাদেশীয় প্লে-অফের ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই পর্বে বিশ্বকাপের দুটি জ
আন্তমহাদেশীয় প্লে-অফে কে কার মুখোমুখি


জুরিখ, ২১ নভেম্বর (হি.স.) : ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আন্তমহাদেশীয় প্লে-অফের ড্রয়ে নিউ কালেডোনিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জ্যামাইকা। আর বলিভিয়ার মুখোমুখি হবে সুরিনাম।

আন্তমহাদেশীয় প্লে-অফের ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই পর্বে বিশ্বকাপের দুটি জায়গার জন্য লড়বে ছয়টি দল।

আগামী মার্চে গুয়াদালাহারা ও মন্তেরেতে অনুষ্ঠিত হবে এই প্লে-অফ।

প্লে-অফের দুটি ফাইনালে সরাসরি খেলবে ইরাক ও কঙ্গো।

জ্যামাইকা ও নিউ কালেডোনিয়ার মধ্যকার প্রথম সেমি-ফাইনাল থেকে বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে কঙ্গোর।

অন্য ফাইনালে ইরাক লড়বে বলিভিয়া-সুরিনামের মধ্যকার দ্বিতীয় সেমি-ফাইনালের বিজয়ী দলের বিপক্ষে।

দুই ফাইনালে জয়ী দল নিশ্চিত করবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বের জায়গা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande