
দুর্গাপুর, ২২ নভেম্বর (হি.স.) : বেপরোয়া ডাম্পার চলাচলে ফের দুর্ঘটনা। শনিবার এস.এন. ব্যানার্জি রোডে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী। অষ্টম শ্রেণির ছাত্রীর নাম রাজশ্রী বাউড়ি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনায় ফেটে পড়ে এলাকা। রাস্তায় নেমে ডাম্পার আটক করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
ঘটনা ঘটেছে সকাল ১১টা নাগাদ। স্কুল থেকে সাইকেলে বাড়ি ফিরছিল রাজশ্রী । অভিযোগ, পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সাইকেল-সহ ফেলে দেয়। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ডিএসপি হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বিধাননগরের একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করানো হয়। এরপরই রাস্তা অবরোধ করে ক্ষোভ উগরে দেন এলাকার মানুষ। অভিযোগ, “হেতোডোবা শিল্পাঞ্চলমুখী ডাম্পার ও ট্রাকগুলি এই রাস্তায় বেপরোয়া ভাবে চলে। বহুবার অভিযোগ জানিয়েও পুলিশের কোনও ব্যবস্থা নেই।”
বাসিন্দাদের দাবি , দিনের বেলায় ভারী যান চলাচল বন্ধ করতে হবে। পরিস্থিতি সামলাতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ট্রাফিক নজরদারি জোরদারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। ঘাতক ডাম্পারটি আটক করেছে পুলিশ। তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা