
আমেঠি, ২২ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে আমেঠি থানার অন্তর্গত এলাকার সুলতানপুর রোডের তৌরা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে । এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার এক পুলিশ আধিকারিক জানান, মৃতদের নাম টিঙ্কু সিং (৪০), বাহাদুর সিং (৩৫) এবং অংশু সিং (২৮)। তাঁরা সবাই মহারাজপুরের বাসিন্দা। শুক্রবার রাতে, তাঁরা আমেঠি থানা এলাকার মহারাজপুর গ্রাম থেকে পিপারপুর থানা এলাকার হরিপুর গ্রামে যাচ্ছিলেন । আমেঠি থানা এলাকার সুলতানপুর রোডের তৌরা গ্রামের কাছে একটি ট্রাক তাঁদের বাইকটিকে ধাক্কা দেয়। ঘটনায় তাঁরা গুরুতর ভাবে আহত হয়। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ট্রাকটিকে ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন