
দক্ষিণ ২৪ পরগনা, ২১ নভেম্বর (হি . স.) : দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ২ । লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে । মৃত ও আহতরা সকলেই বাইক আরোহী ।
ঘটনার পর গঙ্গাসাগর উপকূল থানার অন্তর্গত মিশন রোডে দ্রুত যায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা এক যুবককে মৃত বলে ঘোষণা করেন এবং অপর দুই যুবককে গুরুতর আহত অবস্থায় স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সমীর দিন্ডা। বাড়ি সাগরের পুরুষোত্তমপুর। বাকি দুই যুবকের নাম অমিত সাঁতরা ও বিকাশ মাইতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত