আম্বরনাথে নির্বাচনী প্রচারে গাড়ি উল্টে দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু
মুম্বই, ২২ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের থানে জেলার আম্বরনাথে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের। শুক্রবার রাতে শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) প্রার্থী কিরণ চৌবের প্রচারের গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি দু’চাকাকে
আম্বরনাথে নির্বাচনী প্রচারের গাড়ি উল্টে দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু


মুম্বই, ২২ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের থানে জেলার আম্বরনাথে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের। শুক্রবার রাতে শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) প্রার্থী কিরণ চৌবের প্রচারের গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি দু’চাকাকে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় আহত হয়েছেন প্রার্থী-সহ তিনজন।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, মটকা চৌক থেকে বুওয়া পাড়ার দিকে যাচ্ছিল গাড়িটি। সে সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, গাড়ি বেপরোয়া গতিতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক শিন্ডে, চন্দ্রকান্ত আনারকে (৫৭), শৈলেশ জাধব (৪৫) ও সুমিত চেলানি (১৭)। কিরণ চৌবে বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহত আরও দু’জন, অমিত চহ্বাণ ও অভিষেক চহ্বাণকে ভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , দুর্ঘটনার সময় চালকের ফোনে কল আসে। ফোন ধরতেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। তদন্ত করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande