মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৫ , আহত ৮
মুম্বই, ২২ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের ধারাশিব জেলার ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে , শনিবার সোলাপুর-হায়দরাবাদ জাতীয় সড়কে আন্দুরে এলাকার কাছে। দুটি গাড়ির সংঘর্ষে প্রাণ হারায় ৫ জন এবং গুরুতর আহত আরও ৮ জন। মৃতদের মধ্যে ৩ জন মহিলা। আহত ৮ জনকে হ
মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৫ , আহত ৮


মুম্বই, ২২ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের ধারাশিব জেলার ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে , শনিবার সোলাপুর-হায়দরাবাদ জাতীয় সড়কে

আন্দুরে এলাকার কাছে। দুটি গাড়ির সংঘর্ষে প্রাণ হারায় ৫ জন এবং গুরুতর আহত আরও ৮ জন। মৃতদের মধ্যে ৩ জন মহিলা। আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গেছে , উলে গ্রামের বাসিন্দারা একটি গাড়িতে করে সোলাপুরের নালদুর্গে যাচ্ছিলেন দেবদর্শনের উদ্দেশে। অন্দুরে পৌঁছতেই গাড়িটির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে ট্রাক্টরে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই পাঁচ জন প্রাণ হারায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। পুলিশ মৃত–আহতদের পরিচয় যাচাই করছে। কীভাবে টায়ার ফেটে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande